আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, পরমাণু ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি আরো বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিওএ-কে রক্ষার জন্য আমেরিকা, ইরান, চুক্তির সঙ্গে সম্পৃক্ত অন্য দেশ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সংলাপে অংশ নিতে হবে।
ম্যাকরন বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে আমি এখন আন্তরিকভাবে বিশ্বাস করি যে, আমেরিকা, ইরান পরমাণু সমঝোতার অন্য দেশগুলো এবং আঞ্চলিক দেশগুলোর আলোচনায় অংশ নেয়ার সময় এসেছে।
নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য এ ধরনের আলোচনার কোনো বিকল্প নেই। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
এরপর ম্যাকরন চারটি শর্তের কথা উল্লেখ করে। তিনি বলেন, এ নিশ্চয়তা থাকতে হবে যে, ইরান কখনো পরমাণু অস্ত্র বানাতে পারবে না, ইয়েমেন সংকটের সমাধান করতে হবে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার নিশ্চয়তা বিধান করতে হবে এবং ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, “আমি মনে করি না যে, এসব শর্ত পূরণ করা কোনোভাবে অসম্ভব এবং এগুলো কোনো অলৌকিক ঘটনা নয়। আমি বিশ্বাস করি এগুলো শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহস যোগাবে। ফলে আমেরিকা,
ইরান, পরমাণু সমঝোতায় সই করে অন্য দেশগুলো এবং আঞ্চলিক দেশগুলোর জন্য এই সংলাপ খুবই গুরুত্বপূর্ণ।” ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সম্প্রতি তিনি সংলাপের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন তিনি তা অব্যাহত রাখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।