আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার ফলপ্রসূ আলোচনার প্রশংসা করেছেন। ইউক্রেনে মস্কোর হস্তক্ষেপে সিরিয়া সংঘাতের ওপর ছায়া পড়ার বিষয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের পর মঙ্গলবার তিনি এ প্রশংসা করলেন। খবর এএফপি’র।
পুতিন বলেন, তেহরানে সিরিয়া বিষয়ক সম্মেলন ‘প্রকৃতপক্ষে সার্থক এবং অধিক বাস্তবসম্মত হয়েছে। সেখানের আলোচনার পরিবেশ অনেক আন্তরিক ও গঠনমূলক ছিল।
তিনি বলেন, তিন নেতা গৃহীত এক যৌথ ঘোষণায় সিরিয়ায় পরিস্থিতি ‘স্বাভাবিক’ করার স্বার্থে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ক্রেমলিন প্রধান ইরানের একেবারে রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাথে তার দ্বিপাক্ষিক আলোচনারও প্রশংসা করেন।
পুতিন বলেন, তিনি ও এরদোগান ইউক্রেন এবং রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি।
ওই দিন আলোচনার শুরুতে পুতিন ইউক্রেন থেকে খাদ্য শস্য রপ্তানি বিষয়ে আলোচনার মধ্যস্থতার করার জন্য তুর্কি নেতার প্রশংসা করে বলেন, এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়ে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর থেকে কেবলমাত্র দ্বিতীয়বারের মতো পুতিন বিদেশ সফর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।