আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান। খবর পার্সটুডে’র।
তিনি জানান, ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে। বর্তমানে দুই দেশের মধ্যে যে বাণিজ্য রয়েছে এটি তার তিন গুণ।
সাম্প্রতিক সফরের সময় ইরানের সঙ্গে তুরস্কের সই হওয়া গুরুত্বপূর্ণ আটটি চুক্তির কথা তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। এসব চুক্তির মধ্যে রয়েছে দুই দেশের ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থাগুলোকে সমর্থন দেয়া, রেডিও ও টেলিভিশন খাতে সহযোগিতা এবং ইরান ও তুরস্কের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহায়তা সংস্থার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা।
তুরস্ক আগে থেকেই ইরান হতে তেল-গ্যাস আমদানি করে থাকে। নিকটতম প্রতিবেশী হওয়ায় অনেক কম খরচে তুরস্ক ইরানের তেল ও গ্যাস কিনতে পারে। তেল এবং গ্যাসের সরবরাহকারী হিসেবে ইরান অত্যন্ত বিশ্বস্ত অংশীদার বলেও তুরস্ক মনে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।