আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে তেল কেনায় চীনের কয়েকটি কোম্পানি এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার অভিযোগ, এসব কোম্পানি ও ব্যক্তি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। গতকাল বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। দেশটি জানিয়েছে, চীনের পাঁচ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা চীনসহ সবাইকে বলছি তাদের জেনে রাখা উচিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা করা হবে।‘
তিনি আরও বলেন, ‘ইরান যতই চাপ কমানোর চেষ্টা করুক না কেন আমরা তাদের ওপর ততই নিষেধাজ্ঞা আরোপ করব।‘
গত বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করে। তবে, ইরান বরাবরই বলে আসছে কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।