ইরান ন্যাটো জোটের সম্প্রসারণকামী নীতির তীব্র বিরোধী : রায়িসি

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকামী নীতির তীব্র বিরোধিতা করেছে ইরান। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ গতকাল (রোববার) তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট রায়িসি তার দেশের ওই বিরোধিতার কথা জানান। খবর পার্সটুডে’র।

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে ন্যাটো জোটের সদস্যদেশ পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাক্ষাতে ইউক্রেনের চলমান সংঘর্ষের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরান যখন সংঘর্ষ ও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছে ঠিক একই সময় ন্যাটোর সম্প্রসারণকামী নীতিরও ঘোর বিরোধিতা করছে।

সাক্ষাতে পোল্যান্ডের সঙ্গে ইরানের দুর্বল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সমালোচনা করে রায়িসি বলেন, দু’দেশের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এসব সম্ভাবনা কাজে লাগানো উচিত।

এ সময় পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, খ্রীস্টিয় ষোড়শ শতাব্দী থেকে ওয়ারশ ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। তিনি বিগত পাঁচ শতাব্দি ধরে দু’দেশের মধ্যকার এই সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান। জেবিগনিউ রাউ ইরানের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও বিজ্ঞান খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।