আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এখন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজে সহজলভ্য বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক মার্কিন সরকারের এই কেন্দ্রস্থলে যে পরিমাণ ব্যয় করেন তার সঙ্গে এসব পদক্ষেপ স্বার্থের দ্বন্দ্বের উদ্বেগ তীব্র করে তুলছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ‘ওয়াইফাই সংযোগ আরও উন্নত’ করার জন্য হোয়াইট হাউজে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা স্থাপন করা হয়েছে।
কিন্তু এটি স্থাপন করতে মাস্কের একজন কর্মী হোয়াইট হাউজের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে উঠলে নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে।
ক্রিস্টোফার স্ট্যানলি নামের মাস্কের এই কর্মী তথাকথিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাফেসেন্সি’ বা ডিওজিইর জন্যও কাজ করেন। মাস্ক ডিওজিই-র প্রধান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মাস্ক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেডারেল কর্মী ও বাজেট কাটছাঁট তদারকি করছেন।
টাইমসের তথ্য অনুযায়ী, স্ট্যানলির কাজের বিষয়টি সিক্রেট সার্ভিস অনুমোদন দিয়েছিল। কিন্তু আইজেনহাওয়ার ভবনের ছাদে ওঠার পর একটি অ্যালার্মে স্ট্যানলির পা লেগে যায়। এতে নিরাপত্তা সঙ্কেত বেজে উঠলে হোয়াইট হাউজের উর্দি পরা নিরাপত্তা কর্মকর্তারা দৌঁড়ে আসেন।
ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, “হোয়াইট হাউজের মধ্যে ইন্টারনেট শক্তিশালী করার ডিওজিই-র পরিকল্পনার বিষয়টি কর্তৃপক্ষ জানে। এটিকে নিরাপত্তা বিষয়ক কোনো ঘটনা বা নিরাপত্তার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে না।”
মার্কিন সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা মাস্ক ও তার টিমকে ‘নিবিড়ভাবে সহযোগিতা’ করছেন।
টাইমস হোয়াইট হাউজের একজন অনামা কর্মকর্তার উদ্ধৃত দিয়েছে, তাতে ওই কর্মকর্তা জানিয়েছেন, স্টারলিংকের সংযোগ স্থাপন হোয়াইট হাউজের আইনজীবীর মাধ্যমে যাচাই করা ‘অনুদান’।
এরপরও ট্রাম্প সরকারে মাস্কের ভূমিকা ও তার ব্যবসায়িক স্বার্থের মধ্যে ‘দ্বন্দ্ব’ হচ্ছে বলে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি থেকে অভিযোগে এসেছে।
স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক স্বার্থের দ্বন্দ্বের কথা প্রত্যাখ্যান করেছেন। আর ট্রাম্প বলেছেন, কোনো ধরনের দ্বন্দ্ব শনাক্ত হলে তা আমলে নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।