Advertisement
প্রসিদ্ধ অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মস্তিষ্কের টিউমার চিকিৎসা নিচ্ছেন। ১৭ অক্টোবর তিনি ১২তম কেমো সম্পন্ন করেছেন। অভিনেতার দীর্ঘদিনের সহযাত্রী ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক লিটন এরশাদ এ তথ্য জানান।
লিটন এরশাদের বরাত দিয়ে জানা যায়, কাঞ্চন ভাইকে মোট ৩০টি কেমো দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেমো থেরাপির পর তিনি দুই সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
“সব ঠিক থাকলে এবং পরিবার চাইলে জানুয়ারিতে দেশে ফিরবেন,” বলেন লিটন। তবে তিনি আরও উল্লেখ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাইয়ের সুস্থতা। তার জন্য সকলের দোয়া কামনা করছি।”
চিকিৎসা শেষ করতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগবে, এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।