জুমবাংলা ডেস্ক : ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে ৪টি প্রজনন ক্ষেত্রে কড়া পাহাড়া থাকবে। বিকল্প কর্মসংস্থান হবে ৩০ হাজার জেলের। এ সংক্রান্ত ২৫০ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায়। বাস্তবায়ন শেষ হবে ২০২৪ সালে।
সকালে ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থাপন করা হয় ৬টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, উচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসেবে এটিকে এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায়, ১০ হাজার জেলে পরিবারকে বৈধ জাল বিতরণ করা হবে। প্রশিক্ষণ পাবে ১৮ হাজার জেলে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণে জোরদার করা হবে মোবাইল কোর্টের অভিযান।
এটি বাস্তবায়ন হলে সারা বছর ইলিশ খাওয়া যাবে। এর বাইরে, সীমান্ত এলাকায় বিজিবি’র ৭৩টি বিওপি নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।