বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে সেপ্টেম্বরে। তবে করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে চলছে প্যানেল গঠন। এবারের নির্বাচনে সভাপতি পদে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একই প্যানেল থাকে সেক্রেটারি পদে প্রার্থী হচ্ছেন ‘সাজঘর’ খ্যাত অভিনেত্রী নিপূণ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন।
খাওয়ার পর এই পাঁচটি কাজ ভুলেও করবেন না
নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপূণের প্যানেলের বিষয়ে ধারণা পাওয়া গেলেও দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচনে কে কে অংশ নেবেন তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, এই প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমী সভাপতি পদে এবং জায়েদ খান সেক্রেটারি পদে লড়বেন।
প্রসঙ্গত, ১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সেক্রেটারি ছিলেন ইলিয়াস কাঞ্চন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।