জুমবাংলা ডেস্ক : বিজয় দিবসের রাতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই হামালার তীব্র নিন্দা জানান।
এসময় রিজভী বলেন, যারা ক্ষমতার প্রশ্রয়ে অন্যের বাড়িতে হামলা চালায় তাদেরকে কাপুরুষ ছাড়া আর কিছুই বলা যায়না। তবে, এরই মধ্যে ইশরাক এই সরকারের আতঙ্কে পরিণত হয়েছে উল্লেখ করেন। তাকে (ইশরাক) ভয় দেখানোর জন্যই রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সাথে এর সাথে জড়িতদের খুঁজে বের করারও দাবি জানান তিনি।
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিজয় দিবসের রাতে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা মানে আমাদের গণতন্ত্র পূনরুদ্ধারের চেতনার মূলে হামলা। তবে এসব হামলার ভয় দেখিয়ে কোন লাভ নেই বলে সাফ জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি এই হামলাকে উস্কানিমূলক উল্লেখ করে বলেন, কাদের দিয়ে হামলা করানো হয়েছে এটা সবারই জানা তবে, কাদের নির্দেশে এই হামলা চালানো হয়েছে এটা খুজে বের করতে হবে। সেই সাথে হামলাকারীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, কোন হামলা দিয়ে আমার আন্দোলন থামানো যাবেনা, গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমরা যে সংগ্রামে অবতীর্ন হয়েছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থামাতে পারবেনা বলেও হুশিয়ারী দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গত ১৬ ডিসেম্বর গভীর রাতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে হামলা চালায় দুবৃত্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।