
রোববার দুপুরে গোপীবাগে দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ সব কথা বলেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশহিসেবে ব্রিটিশ হাইকমিশনার দুপুরের ইশরাকের গোপীবাগের বাসায় যান। এর আগে সেখানে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রিটিশ হাইকমিশনার যখন গোপীবাগের গলিতে ঢুকেন তখন সেখানে অসংখ্য নেতাকর্মী দেখে গাড়ি থামিয়ে দেন।
পরে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে ব্রিটিশ হাইকমিশনারের গাড়ি বাসার কাছে আসার পর তিনি বাসায় ঢুকেন। ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
পরে ব্রিটিশ হাইকমিশনার ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে হামলার পুরো ঘটনা ব্রিটিশ হাইকমিশনারের কাছে তুলে ধরেন ইশরাক। এ সময় সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালানোর পরামর্শ দেন ডিকসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


