জমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান এখনও হয়নি। টানা চারদিন নগর ভবনে অচলাবস্থার পর অবশেষে মুখ খুলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
‘চার দিনব্যাপী চলমান আন্দোলনে জনদুর্ভোগ, অচল সিটি কর্পোরেশন’ শিরোনামে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘চতুর্থ দিনের মতো আজ (রবিবার) নগর ভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলনে স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যহত হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনানুগ ও দাপ্তরিক করণীয় ঠিক করবে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৮১৩৭/২০২৫ মামলার রায়ের আদেশ প্রাপ্তি, উক্ত আদেশে অত্র মন্ত্রণালয়ের প্রতি কোন নির্দেশনা থাকলে তার প্রতিপালন কিংবা সুনির্দিষ্ট আইনানুগ পদ্ধতি অনুসরণক্রমে এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসন ও আইন মন্ত্রণালয়ের মতামত প্রাপ্তির পর।
এর আগে আলোচিত রায়ের বিষয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উল্লেখ করে এবং ইশরাক হোসেনের শপথ আয়োজন করা থেকে বিরত থাকতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মামুনুর রশিদের একটি লিগ্যাল নোটিশ অত্র বিভাগ কর্তৃক ২৮ এপ্রিল ২০২৫ তারিখে গৃহীত হয়েছে। পরবর্তীতে জনাব মোঃ মামুনুর রশিদ নির্বাচনী মামলা নং ১৫/২০২০ এ প্রদত্ত বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনালের ২৭ মার্চ ২০২৫ তারিখের রায় ও ডিক্রি, এবং নির্বাচন কমিশনের ২৭ এপ্রিল ২০২৫ তারিখের জারিকৃত সংশোধিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট মামলায় ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি এবং প্রতারণামূলক রায় প্রদানের জন্য নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
মহামান্য হাইকোর্টে রীট এবং মামলা বিচারাধীন অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এমন আন্দোলন আদালতের প্রতি অনাস্থা অথবা অবমাননার শামিল। নাগরিক সেবা ব্যহত ও অচলাবস্থা দূর করতে আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি স্থানীয় সরকার বিভাগের উদাত্ত আহ্বান।
উল্লেখ্য যে, গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে সংশোধনী এনে প্রশাসক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১৯ আগস্ট ২০২৪ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অত্র বিভাগ প্রশাসক নিয়োগ দিয়েছে।
সামিগ্রক বিষয়ে নির্বাচন কমিশনের আপীল দায়ের না করার সিদ্ধান্ত, মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৬ ধারা বিবেচনাক্রমে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোন আইনগত জটিলতা আছে কী-না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে স্থানীয় সরকার বিভাগ বিগত ১৫ মে ২০২৫ তারিখে পত্র প্রেরণ করে।’’
মাদক সেবনের অভিযোগে বহিষ্কার, হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী নেত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।