
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় জনগণের বিরুদ্ধে দশকের পর দশক যে অপরাধযজ্ঞে চালিয়ে আসছে তার কথা বিশ্ববাসী কখনো ভুলে যাবে না। খবর পার্সটুডে’র।
তিনি বলেন, ইসরাইলি বর্বরতা ও অপরাধযজ্ঞের সর্বশেষ নজির হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন যাতে ৬০টি শিশুসহ ২৬০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গতকাল (রোববার) সন্ধ্যায় এক টুইটার পোস্টে খাতিবজাদেহ এসব কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহুর বিদায়কালেও মনে হচ্ছে তিনি নিরপরাধ ফিলিস্তিনিদের রক্ত গ্রহণের কোটা পূরণ করতে চাইছেন। কিন্তু একদিন সময় আসবে, অপরাধীদেরকে জবাবদিহি করতে হবে এবং বিশ্ব ভুলে যাবে না ইহুদিবাদী অপরাধীদের বর্বরতা ও অপরাধযজ্ঞের কথা।
যেসব দেশ ইহুদিবাদীদের অপরাধযজ্ঞে সহযোগিতা করেছে তাদের ব্যাপারেও কথা বলেছেন খাতিবজাদে। ইসরাইলের প্রতি সমর্থন দেয়ার জন্য এসব দেশের তীব্র নিন্দা ও সমালোচনা করেন তিনি।
টুইটার পোস্টে খাতিবজাদে বলেন, “সেইসব দেশের প্রতি নিন্দাবাদ যারা ইসরাইলি অপরাধযজ্ঞে সমর্থন দিয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।