
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ‘ইসরাইলি আগ্রাসনের’ জবাব দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ’সানা’ পরিবেশিত খবরে বলা হয়, ইসরাইল রাত ১১ টার দিকে বিরোধপূর্ন গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ওই সূত্র আরো জানায়, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।’
পরে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা (এসওএইচআর) জানায়, ইসরাইলি বিমান হামলায় ‘হতাহত’ হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এসওএইচআর জানায়, দামেস্কর দক্ষিণাঞ্চলে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইল এসব হামলা চালায়। ইরানি বিপ্লবী গার্ডের একটি প্রতিনিধি দলঐ এলাকা পরিদর্শনের দু’দিন পর ইসরাইল সেখানে এ বিমান হামলা চালায়।
এ ঘটনার ব্যাপারে ইসরাইলের কোন মন্তব্য পাওয়া যায়নি।
গত মাসে ইসরাইল জানায়, তারা ২০২০ সালে প্রতিবেশি এ দেশের প্রায় ৫০টি অবস্থানে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ লোক গৃহহীন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



