আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের দমন অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ কাজে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র এগিয়ে আসা উচিত। খবর পার্সটুডে’র।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক আন্তর্জাতিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। আব্দুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী ইসরাইল চলমান দমন অভিযানের মাধ্যমে কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’র ব্যর্থতার প্রতিশোধ নিতে চায়।২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তির কথা ঘোষণা করেন যা ফিলিস্তিনি জনগণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দখলদার ইসরাইল মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ হতে বাধ্য কারণ ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমি মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না।
তিনি বলেন, কুদস দখলদার শক্তির বিরুদ্ধে একমাত্র সশস্ত্র প্রতিরোধ আন্দোলনই হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন করার একমাত্র পন্থা। এছাড়া, শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট নিরসনে এক দশক আগে ইরানের সর্বোচ্চ নেতা যে উপায় বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তার পুনরাবৃত্তি করেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ফিলিস্তিনের মূল অধিবাসীদের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে হবে। মূল অধিবাসী মুসলমান, খ্রিস্টান বা ইহুদি হোক গণভোটে তাদের সবার অংশগ্রহণ থাকবে। তবে জবরদখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর যেসব ইহুদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধরে এনে এখানে বসতি করতে দেয়া হয়েছে তারা ওই গণভোটে অংশ নিতে পারবে না। এরপর সেই গণভোটে ফিলিস্তিন সংক্রান্ত যে সিদ্ধান্ত গৃহিত হয় তা বাস্তবায়ন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।