আন্তর্জাতিক ডেস্ক : গাজার ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুফিয়ান তায়েহ উত্তর গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছেন।
শনিবার তিনি নিহত হন বলে ফিলিস্তিনের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়।
মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
নাবলুসের পশ্চিম তীরের শহর আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির মতে, তায়েহ একজন বিদ্যান ব্যক্তি। তিনি তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের অধ্যাপক পদে ছিলেন।
আল-নাজাহ জানান, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে তায়েহকে বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকদের মধ্যে রাখা হয়েছিল করা হয়েছিল।
ইউনিভার্সিটি আরো জানায়, ‘তিনি ফিলিস্তিনে ভৌত, অ্যাস্ট্রোফিজিক্যাল এবং স্পেস সায়েন্সে ইউনেস্কোর চেয়ারের হোল্ডারও নিযুক্ত হয়েছেন।’
সূত্র : সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।