আন্তর্জাতিক ডেস্ক : জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, জার্মানি আর সৌদি আরবের কাছে ইউরোফাইটার (যুদ্ধবিমান) জেট বিক্রি বন্ধ করবে না।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেয়ারবকের এই ঘোষণার অর্থ হলো লন্ডনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বাক্ষরিত ৪৮টি ইউরোফাইটার জেটের চুক্তিটি এগিয়ে যেতে পারে।
বেয়ারবক ইসরাইলে সাংবাদিকদের বলেন, ‘সৌদি আরব ইসরাইলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি আজকাল একটি আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি মোকাবেলা করতে সাহায্য করছে।’
সৌদি আরব এখন ইসরাইলে হাউসিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে এই সত্যটির উপর ভিত্তি করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই ভূমিকাটিকে ‘ওপেন সিক্রেট’ হিসাবে বর্ণনা করেছেন।
বেয়ারবক আরো উল্লেখ করেছেন, সৌদি আরব ও ইসরাইল ‘তাদের স্বাভাবিককরণের নীতি পরিত্যাগ করেনি’।
২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন যৌথভাবে ইউরোফাইটার জেট তৈরি করে এবং প্রতিটি ভেটো চুক্তি করতে পারে।
সূত্র : আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।