ইসরাইলের হামলায় গাজায় ধ্বংস হয়েছে ১১০৯টি মসজিদ

মসজিদ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় গত ১৫ মাসের ইসরাইলি বাহিনীর তাণ্ডবে এক হাজার ২৪৪টি মসজিদের মধ্যে ১১০৯টি মসজিদ ধ্বংস হয়েছে। যার মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ৮৩৪টি।

মসজিদ ধ্বংস

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে জানানো হয় গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসপ্রাপ্ত ওমরি মসজিদের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন।

তিনি বলেন, গাজার ৮৯ শতাংশ মসজিদ ধ্বংস হয়েছে। ৮৩৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ২৭৫টি মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ইসরাইলে সেনাবাহিনী মসজিদ ছাড়াও গাজায় ৩টি গির্জা ধ্বংস করেছে।

তিনি আরো বলেন, ইসরাইল বাহিনী গাজার ৬০টি কবরস্থানের মধ্যে ৪০টি কবরস্থানে হামলা করেছে যার মধ্যে ২১টি কবরস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্রের ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, তাদের ৩১৫ জন ইমাম ও বক্তা ইসরাইলের হামলায় শহিদ হয়েছেন এবং ২৭ জন মন্ত্রণালয়ের কর্মী ইসরাইলি সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছেন।

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করে ইসরাইলি বাহিনী। গেলো ১৫ মাসের রক্তক্ষয়ী হামলায় গাজার অন্তত ৪৬ হাজার ৭০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ হাজার শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১০ হাজার ২৬৫ জন।