আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে ‘গণতন্ত্র রক্ষায়’ রাস্তায় নেমেছেন হাজারও মানুষ। এদিন বিক্ষোভকারীরা সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ান। মুখে মাস্ক ও হাতে ইসরাইলের পতাকা নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেন তারা।
গত সোমবার করোনা পরিস্থিতি মোকাবিলায় সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে ঐক্যের সরকার গঠনের চুক্তি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই চুক্তির ফলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুই আবারও ক্ষমতার চেয়ারে বসছেন।
বিক্ষোভকারীরা বলছেন, ঐক্যের সরকারের ফলে বিচারক ও আইনি কর্মকর্তা নিয়োগে বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফলে তিনি প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং এতে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আগামী মাসেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও ঘুষগ্রহণের অভিযোগের শুনানির দিন ধার্য রয়েছে। যদিও তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ঐক্যের সরকার গঠনের চুক্তির ফলে অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউটর নিয়োগে দুই রাজনৈতিক দলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে। পাশাপাশি, যেসব কর্মকর্তার হাতে নেতানিয়াহুর আইনি ভাগ্য দুলছে, তাদের সিদ্ধান্তেও ভেটো দেয়ার ক্ষমতা পাচ্ছেন ইসারেয়েলি প্রধানমন্ত্রী। আল-জাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।