ইসরায়েলকে হুমকি হেজবোল্লাহ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক : হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বুধবার বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরায়েলের বিপর্যয়ের কারণ হবে।

টিভি-ভাষণে তিনি বলেছেন, “যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে, তাহলে কোনোরকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম না মেনে, কোনো বিধিনিষেধ না মেনে, সীমাহীনভাবে যুদ্ধ করব।”

নাসরাল্লাহ জানিয়েছেন, “আমরা যুদ্ধকে ভয় পাই না।”

একদিন আগেই বৈরুতে ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আরৌরির মৃত্যু হয়েছে। তারপরই ইসরায়েলকে হুমকি দিসেন নাসরাল্লাহ।

আরৌরি ছিলেন হামাস ও হেজবোল্লাহের মধ্যে যোগাযোগের সেতু। হেজবোল্লাহকেও জঙ্গি সংগঠন বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি,ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ।

হেজবোল্লাহ নেতা জানিয়েছেন, “আরৌরির মৃত্যু একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না।” তিনি এর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। ইসরায়েল অবশ্য এখনো জানায়নি, তারাই ওই ড্রোন আক্রমণ করেছিল কিনা।

৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে হেজবোল্লাহ এবং ইসরায়েল একাধিকবার একে অন্য়ের দিকে রকেট আক্রমণ করেছে।

জার্মানি, ফ্রান্সের সমালোচনা

গাজা নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলো জার্মানি ও ফ্রান্স। দুই মন্ত্রী বলেছিলেন, “এই যুদ্ধের ফলে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করা হতে পারে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, আমরা কঠোরতম ভাষায় দুই মন্ত্রীর বক্তব্য খারিজ করছি।”

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, “ওই দুই মন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং উত্তেজনা-সৃষ্টিকারী।”

ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেলও বলেছেন, “মন্ত্রীদের বক্তব্য আন্তর্জাতিক আইন-বিরোধী।”

কাসেম সোলাইমানির সমাধির কাছে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৯৫