আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলার পর ইরানের সেনাবাহিনী বলছে, শুক্রবারের এই হামলায় তাদের অন্তত দুইজন সেনা নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বারতে এই খবর দিয়েছে বিবিসি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সেনাবাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে বলেছে: “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী, ইরানের নিরাপত্তা রক্ষায় এবং জনগণ ও ইরানের স্বার্থ রক্ষায়, অপরাধমূলক ইহুদিবাদী শাসকদের কাছ থেকে আসা ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার সময় তার দুটি যোদ্ধাকে উৎসর্গ করেছে।”
এর আগে শুক্রবার গভীর রাতে ইরানে হামলা চলায় ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের দাবি ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়। এই ঘটনার পর, ইরানের এয়ার ডিফেন্স শনিবার একটি বিবৃতিতে জানায়, উত্তেজনা বাড়াতে ভোরে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলায় বাধা দিয়েছে এবং সফলভাবে আগ্রাসনের মোকাবিলা করেছে। তবে কিছু এলাকায় সীমিত আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে জনগণকে ঐক্য ও শান্ত থাকার আহ্বানও জানানো হয়।
পরে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এক সূত্রের বরাতে জানায়, তেহরানে এখন পর্যন্ত ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কোনো সামরিক কেন্দ্রে হামলা হয়নি। সূত্রগুলোর দাবি, ইরানের রাজধানীর পশ্চিম ও দক্ষিণে আইআরজিসির কোনো সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়নি। তবে তেহরানের পশ্চিমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দারা।
ইসরায়েলে হামলা না চালাতে তেহেরানের প্রতি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আহ্বান
এই হামলার খবর সামনে আসার পর ইরানের সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে অবশ্য উড়োজাহাজ উঠানামা স্বাভাবিক করেছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।