জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিনের হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর ভারী বোমা হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।
বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান বলেন, ফিলিস্তিনের দেওয়া যুদ্ধ বিরতি প্রস্তাব অগ্রাহ্য করে ইসরায়েলি বাহিনীর এ হামলা ন্যাক্কারজনক। জেনেভা কনভেনশন এবং সব আন্তর্জাতিক রীতিনীতি পদদলিত করে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগণ এমনকি হাসপাতালে পর্যন্ত হামলা চালিয়েছে। এতে বহু হতাহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শান্তি পরিষদ এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বর্বরতায় সারা দুনিয়ার শান্তিকামী মানুষ চরমভাবে ক্ষুব্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে এখন ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ শান্তি পরিষদের নেতারা মার্কিন মদদে ইসরায়েলি বাহিনীর এ হামলা বন্ধে দেশটির উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে অবিলম্বে বাস্তবে পরিণত করার জন্য শান্তি পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করা হয়েছে।
মোটরযানের গতিসীমা নির্দেশিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : রোড সেফটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।