আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ইসরায়েল কর্তৃক যুক্তরাষ্ট্র নির্মিত হোয়াইট ফসফরাস ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে মার্কিন সরকার ‘উদ্বিগ্ন’। সোমবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জন কিরবি বলেছেন, ওয়াশিংটন পোস্টের প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা। তিনি বলেন, আমরা প্রতিবেদনটি দেখেছি। এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। এই বিষয়ে জানতে আরও প্রশ্ন করা হবে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, দুই মাস আগে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্র নির্মিত নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তারা সাদা ফসফরাস গোলা ব্যবহারে আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা মেনে ধোঁয়া তৈরিতে শুধু ব্যবহার করে।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, প্রতি বছর ওয়াশিংটন থেকে পাওয়া কোটি ডলারের প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র ইসরায়েল কীভাবে ব্যবহার করে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না।
১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ঘনবসতি স্থানে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এই বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন লেগে যায় এবং আগুন অনেকটা জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।
এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি করেছিল যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।