ইসরায়েলে ইরানের হামলা, জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ইরানের হামলা নিয়ে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ইসরায়েলের অনুরোধে কাউন্সিলের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, ‘এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে।’

নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটির ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।

ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল।

ইরানের হামলার পর কিছু বিধিনিষেধ প্রত্যাহার ইসরায়েলে

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে দেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলা হয়নি।

টাইমস অফ ইসরায়েলের এক খবরে বলা হয়েছে, দেশজুড়ে ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার আর দরকার নেই। তবে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে যে নির্দেশনা দেয়া হয়েছে তাও বহাল থাকবে।

ইসরায়েলে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা