ইসরায়েলের জেরুজালেম শহরে একটি বাসে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। এছাড়া, আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এই হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। খবর জেরুজালেম পোস্টের।
এমডিএ জানিয়েছে যে, রামোট জংশনের প্রবেশপথে একদল বন্দুকধারী একটি বাসে উঠে যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। হামলায় জড়িত দুইজন নিহত হয়েছেন বলে দাবি করছে কর্তৃপক্ষ। ঘটনার পর পরই জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
এমডিএ-র প্যারামেডিক নাদাভ তাইব বলেন, বন্দুক হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি আমরা। যখন আমরা পৌঁছাই, তখন রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় বেশ কয়েকজন মানুষকে পড়ে থাকতে দেখেছি। ভয়ংকর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, বেশ কয়েকজন আহতকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে।
দরবারে হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি
এদিকে এরই মধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে হামাসের সামরিক শাখা। হামলাকারীদের প্রশংসা করে একটি বিবৃতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। এই হামলাকে তারা গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমে ইসরায়েলের পরিচালিত ‘অপরাধের’ ‘স্বাভাবিক প্রতিশোধ’ হিসাবে বর্ণনা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।