আন্তর্জাতিক ডেস্ক : ইরায়েলের রাতভর হামলার প্রেক্ষিতে তেহেরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ও লন্ডন। শনিবার (২৬ অক্টোবর) এ আহ্বান জানিয়েছে দুই দেশ। গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহেরান। ওই হামলার পর গতকাল রাতে ইরানে হামলা চালিয়েছে তেল আবিব। খবর টাইমস অব ইসরায়েল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট সংবাদিকদের বলেন, ইসরায়েলে হামলা না চালাতে আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে দেশটির সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র সাইটসহ অন্যান্য এলাকায় হামলা চালায়।
সাভেট বলেন, ইসরায়েল ইরানে জনবহুল এলাকায় হামলা চালায়নি, তারা নির্দিষ্ট কিছু স্থাপনা হামলা চালিয়েছে। কিন্তু ইরান ইসরায়েলের অধিক গুরুত্বপূর্ণ শহরে হামলা চালায়।
তিনি আরও বলেন, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। কারণ আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টরমার বলেন, ইরানের উচিত ইসরায়েলে হামলা না চালানো। তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ রয়েছে। সুতরাং আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।