ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারা প্রতিরোধ করেছে। খবর আল আরাবিয়ার।
গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে এমন হামলা চালাচ্ছে। তবে বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি যোদ্ধারা।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, “কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনী আটক করেছে।”
ইরান-সমর্থিত হুতিরা ২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি মিত্র হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
যোদ্ধাদের দাবি, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা স্থগিত রাখলেও মার্চে সেই বিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের বড় ধরনের অভিযান শুরু করলে তারা ফের হামলা চালায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।