Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমতীরে বিক্ষোভে অংশ নিয়ে ইসারায়েলি সেনাদের সাথে সংঘর্ষে জড়ায় কয়েকশ’ ফিলিস্তিনি।
শুক্রবার গাজার পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ডাকলে তাতে বাধা দেয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আর এতেই দু পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
ইসরায়েলি সেনাদের দাবি, তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। জবাবে টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গের চেষ্টা করে ইসরায়েলি বাহিনী।
এসময় আহত হয় বেশ কয়েকজন। একইদিন পশ্চিম তীরের এলাজার এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি গাড়িচালক।
তেলআবিবের দাবি, ইসরায়েলি সেনাদের উপর গাড়ি তুলে দেয় ওই চালক। গাড়িচাপায় দুই সেনা আহত হয় বলেও দাবি করে তারা। এ ঘটনার পর কড়া নিরাপত্তা জারি হয় পশ্চিম তীরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।