Advertisement
ড্রোনআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। গতকাল শনিবার ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করায় এই ড্রোন ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। আনাদুলু এজেন্সি।
বারবার ইসরায়েল কর্তৃক আকাশ সীমা লঙ্ঘন করায় জাতিসংঘে অভিযোগ জানিয়েছে লেবানন।
জুন মাসে লেবানের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, গত বছর ইসরায়েল ২২৯০ বার লেবাননের ভূখণ্ডের সার্বভৌমত্ব ভঙ্গ করেছে। তিনি আরও বলেন, ২০২০ সালে প্রথম পাঁচ মাসেই ইসরায়েল ২৫০ বার আকাশ সীমা লঙ্ঘন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।