আন্তর্জাতিক ডেস্ক : “ইসলামি ও সামাজিক মূল্যবোধ” লঙ্ঘন করা হয়েছে এমন কন্টেন্ট নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিসিসি জোটের দেশগুলো (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান এবং কুয়েত) এক যৌথ বিবৃতিতে বলেছে, শিশুদের জন্য তৈরি একটি সিরিয়ালসহ নেটফ্লিক্সের বেশ কিছু সাম্প্রতিক কন্টেন্টে আঞ্চলিক আইন ভঙ্গ হয়েছে। তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে “জুরাসিক ওয়ার্ল্ড: ক্যাম্প ক্রেটাকিওয়াস” নামে একটি অ্যানিমেশন সিরিয়ালের কিছু ক্লিপ অস্বচ্ছ করে দেখানো হয়েছে। যেখানে দুজন তরুণীকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। আল একবারিয়া টেলিভিশনে বিতর্কিত ফরাসী চলচ্চিত্র “কিউটিজ”র কিছু ফুটেজও প্রকাশ করা হয়।
পরে তাদের টেলিভিশনের স্ক্রলে বলা হয়, “নেটফ্লিক্স চলচ্চিত্রের আড়ালে অনৈতিক বার্তা ছড়াচ্ছে যা শিশুদের সুস্থ জীবনযাপনকে হুমকিতে ফেলছে।”
আল একবারিয়া টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও রিপোর্টে অভিযোগ করা হয়েছে নেটফ্লিক্স “সমকামিতা প্রচার এবং প্রসারের” চেষ্টা করছে।
সৌদি ওই টিভির রিপোর্টে কিছু সুপরিচিত পর্যবেক্ষকের সাক্ষাৎকার নেওয়া হয় যারা একই ধরনের অভিযোগ করেন এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সৌদি কমিশন ফর অডিও ভিজুয়াল মিডিয়া এবং জিসিসি কমিটি অব ইলেকট্রনিক মিডিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়, “শিশুদের উদ্দেশ্য করে তৈরি কিছু কন্টেন্টসহ বেশ কিছু কন্টেন্ট সরিয়ে ফেলতে নেটফ্লিক্সকে বলা হয়েছে। নেটফ্লিক্স এই নির্দেশনা মানছে কিনা তা দেখা হবে, এবং যদি দেখা যায় আইন ভঙ্গকারী কনটেন্ট প্রচার অব্যাহত রয়েছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে নেটিফ্লক্স তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সৌদি আরবে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং সমকামি যৌন সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। সেদেশের ইসলামি বিধান অনুযায়ী, সমকামিতার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
লাইট ইয়ার নামে একটি অ্যানিমেশন চলচ্চিত্রে সমকামী দুজনের চুম্বনের দৃশ্য থাকার কারণে জুন মাসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সেটি নিষিদ্ধ করা হয় বলে জানা গেছে।
গত মাসে সৌদি সরকার ইউটিউবের বিরুদ্ধেও ইসলামি মূল্যবোধকে অবমাননার অভিযোগ এনেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।