জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. বাছির আহম্মদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ পৌরসভায় মোট ভোট পড়েছে ১০ হাজার ৮৬৩টি। মো. বাছির আহম্মদ মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে একজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. বাছির আহম্মদ। তিনি মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশেরও নিচে ভোট পেয়েছেন। তাই নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে। এ পৌরসভায় মোট ভোট কাস্ট হয়েছে ৭৫.৫৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


