জুমবাংলা ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি উল্লেখ করে রেজাউল করিম বলেন, সব স্তরের মানুষের সরকার এই অন্তর্বর্তী সরকার। কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না। ৯২ শতাংশের বেশি মুসলমানের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম-ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি।
ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে রেজাউল করিম বলেন, দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।
নির্বাচনে মাঠপর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকেই কর্মীদের কাজ শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে? আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বরই খেতে পারবে না।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.