জুমবাংলা ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খোলার পর গণরুম না রাখার প্রস্তাব করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সদস্যরা। রবিবার (৩ অক্টোবর) দুপুরে প্রশাসন ভবনে অনুষ্ঠিত হল খোলার প্রস্তুতি সভায় এ প্রস্তাব দেন তারা। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
হলে গণরুম না রাখাসহ সভায় আরো বেশ কয়েকটি প্রস্তাব করা হয়েছে, যেগুলো ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চুড়ান্তভাবে পাস হবে বলে জানা গেছে। প্রস্তাবগুলোর মধ্যে, শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা হলে উঠানো, যাদের শিক্ষাজীবন শেষ তারা হলে থাকতে পারবে না, হলে উঠতে শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ টিকা গ্রহণ করতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, আবাসিক হলগুলোর প্রভোস্টগণ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, হলের সার্বিক প্রস্তুতি নিয়েই মূলত মতবিনিময় হয়েছে। হল খুলে দিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (৪ অক্টোবর) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় হল কবে খুলছে তা জানা যাবে। তবে ক্লাস শুরুর কমপক্ষে তিনদিন আগে আবাসিক হল খুলে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।