জুমবাংলা ডেস্ক : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ‘ডায়াগনস্টিক মিশন অন ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন রিসার্চ ডিপার্টমেন্টের ডাইরেক্টর ড. মো. গোলজার নবী। অনুষ্ঠানে ‘অ্যানালাইসিস অব ইসলামিক ব্যাংকিং, ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.শামসুদ্দোহা।
আইডিবি টিমের পক্ষে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স এর বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস ডেটো ড. মোহা. আজমী ওমর ও আইডিবি রিজিওনাল হাব (বাংলাদেশ ও মালদ্বীপ) এর প্রধান মোহাম্ম নাসিস সোলায়মান।
অনুষ্ঠানে আরো বক্তব্য নে শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মোসলেহ উদ্দিন ও মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. আহসান-উজ-জামান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মোহাম্ম আবু জাফর, এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এম শামসুল আরেফিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ফরমান আর. চৌধুরী, এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) এম. আখতার হুসাইন, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. নাজমুস সাদাত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) আতাউস সামা।
এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও আইডিবির প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, দেশের পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকিং শাখা এবং ইসলামিক উইন্ডো পরিচালিত ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শরিয়াহ সেক্রেটারিয়েটের নির্বাহীবৃন্দ এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিদের্শনায় ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোধারী ব্যাংকসমূহের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।