জুমবাংলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে মঙ্গলবার (৬ আগষ্ট) নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম হায়দার।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান এ কে এম পেয়ার আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিস এর উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলার রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সাহিদ মাহমুদ, চাঁদের হাট ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম এবং রামনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাবু) উপস্থিত ছিলেন।
ব্যাংকের উদ্যোগে নিলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।