জুমবাংলা ডেস্ক: ইসলামী ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার আইবিটিআরএ অডিটোরিয়ামে উক্ত উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মোঃ জাকের হোসেইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন ও এ কে এম শহীদুল হক খন্দকার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিঞা।
কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ২৫জন তরুণ উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।