জুমবাংলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মর্তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং টার্গেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এর আগে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ব্রডেনিং আউটলুক অ্যান্ড অ্যাবিলিটি টুওয়ার্ডস এক্সিলেন্স বিষয়ক সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী। কর্মশালায় আরো বক্তব্য প্রদান করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও মুহাম্মদ শাব্বির এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গ্রাম-বাংলার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প। ইতোমধ্যে সারাদেশে ২৫ হাজার গ্রামে ১২ লক্ষ আরডিএস গ্রাহকের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা। চলতি বছরেই আরডিএস গ্রাহকসংখ্যা ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশের ৮৭ হাজার গ্রামে এ সেবা পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।