ইসির ‘ক্ষমাসুন্দর দৃষ্টি’ চান ধর্মমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে’ দেখতে অনুরোধ করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

সোমবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে এ বিষয়ে ইসির তলবের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে তিনি এমনটি জানান।

নতুন মন্ত্রিসভার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ সরকার, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়ে তাদের কাছে আমার কথা বলেছি।’

ধর্মমন্ত্রী বলেন, ‘আমার মেজর (গুরুতর) কোনো অপরাধ যদি নাও থাকে, তারপরও আমি বলেছি-আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে, আমি আমার কথা শেষ করে চলে এসেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, কমিশন আমাকে বলেছে আমরা বিষয়টা দেখব। আমি তো বলতে পারি না যে, আমাকে রেজাল্ট দেন। এটা তাদের বিষয়।

ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কি না, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।’

প্রকাশ্যে ভোট দেওয়া আপনার অপরাধ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চাইতে বেশি কিছু বলার কোনো সুযোগ নাই এখানে।’

এর আগে গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রীকে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি ইস্যু করে কমিশন।

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন