জুমবাংলা ডেস্ক: একজন বীর মুক্তিযোদ্ধার সান্নিধ্যে আসার সুযোগ পেল ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার কক্ষে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তাঁর বিজয়গাঁথা শোনান।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যক্রম শুরু হলে ড. তৌফিক- ই-ইলাহী চৌধুরীকে সচিবালয়ে নিয়োগ দেয়া হয়। কিন্তু নিরাপদ বেসামরিক দায়িত্বের বদলে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে তাঁকে মুক্তিবাহিনীতে অন্তর্ভূক্ত করা হয়। অনুষ্ঠানে এই ঘটনাসহ আরও বেশ কিছু ঘটনা উল্লেখ করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ সময় তুমুল করতালি দেন হলভর্তি দর্শক।
মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, বোর্ড অব ট্রাস্টিজের সাবেক দুই চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ ও মো. আজিজুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইদুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক তাহমিনা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। পরে বিজয় দিবস নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।