জুমবাংলা ডেস্ক: ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) ৩৭তম অন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করে।
মানুষের নির্দেশগুলো কম্পিউটারের নিজস্ব ও বোধগম্য ভাষায় অনুবাদ করে কম্পিউটারকে দিয়ে ইচ্ছেমত কাজ করানোর প্রক্রিয়াই হলো প্রোগ্রামিং। এ কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের কৌশল শিখতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের বিকল্প খুব কম আছে। নিজেদের সব শিক্ষার্থীকে এ বিষয়টি সঠিকভাবে শেখাতে ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়মিতভাবে প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
চ্যাম্পিয়ন হয়েছে -ইইউ ড্রাগন। এই দলের সদস্যরা হলেন আহসান আমিন, আবদুল কাইয়ুম ও রাজু মোল্লা। প্রথম রানারআপ হয়েছে- আমরা তিনজন। এই দলের সদস্যরা হলেন মাহজাবিন বিনতে মান্নান, রুদ্র পন্ডিত ও দেওয়ান মঞ্জুর ইলাহী চয়ন। দ্বিতীয় রানারআপ ইইউ কোড ওয়ারিয়র্স দলে আছেন মো. সিফাত খান, আশিকুর রহমান ও আলাউদ্দিন। এই তিনটি দল এ বছর অক্টোবরে আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে অংশ নেবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মুহাম্মদ মাহফুজ হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক কারিগরি সহযোগিতা দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি কম্পিউটিং ক্লাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।