জুমবাংলা ডেস্ক: আবিস্কারের নেশা পেয়ে বসেছে ইস্টার্ন ইউনিভার্সিটির তরুণ বিজ্ঞানীদের। পৃথিবীর তাবৎ সমস্যা সমাধানের দাওয়াই তাদের কাছে আছে। স্মার্ট রুম অটোমেশন থেকে শুরু করে এয়ারপোর্ট সিকিউরিটি সিস্টেম-সব যেন তাদের নখদর্পনে। তাদের এমন আবিস্কারের নেশা বাড়িয়ে দেয়ার এক অনন্য আয়োজন ১৫ নভেম্বর সম্পন্ন হলো ইস্টার্ন ইউনিভার্সিটিতে।
‘৩৮তম ইন্ট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট’ ও ‘প্রজেক্ট শোকেস কম্পিটিশন’ শিরোনামে এ দুটি প্রতিযোগিতা আয়োজন করে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)।
প্রোগ্রামিং কনটেস্টে ২৬টি এবং প্রজেক্ট শোকেস কম্পিটিশনে ১২টি দল অংশ নেয়। তাদের মধ্যে প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন হয় টিম ‘ইইউ ড্রাগন’। এই দলের সদস্যরা হলেন আবদুল কাইয়ুম ও রাজু মোল্লা। প্রথম রানার আপ হয় মো. আশিকুর রহমান, প্রসেনজিৎ পল ও মো. কামরুল হাসানের দল ‘ইইউ ওয়ারিয়র্স’। দ্বিতীয় রানার আপ হয় রাকিব মিয়া, আহসান আমিন ও মো. সিফাত খানের দল ‘ইইউ এক্সট্রামিনেটর্স’।
প্রজেক্ট শোকেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয় ‘এয়ারপোর্ট সিকিউরিটি সিস্টেম’। এর আবিস্কারক ইসরাত জাহান, রিজু আহমেদ ও ইয়াকুব রাব্বি। প্রথম রানার আপ হয় ‘স্মার্ট রুম অটোমেশন’। এর আবিস্কারক শাহীন আলম রবিন, আশিকুর রহমান রিফাত ও ইফতেখার জামান মাহা।
‘অটোমেটেড ওয়াটার ট্যাংক মিনটরিং সিস্টেম’ ও ‘মাই ডিজিটাল রুম’ যৌথভাবে দ্বিতীয় রানার আপের পুরস্কার পায়। এই দুটি দলে আছে মো. কামরুল হাসান, মির্জা আলামিন হোসেন এবং ব্রাজিল সিং।
ইস্টার্ন ইউনিভার্সিটি চত্বরে প্রদর্শিত প্রজেক্টগুলো ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। তিনি শিক্ষার্থীদের নব নব আবিস্কার দেখে উচ্ছ¡াস প্রকাশ করেন। পরে সিএসই ডিপার্টমেন্টে উভয় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে উপাচার্য বলেন, তোমরাই এ দেশের কান্ডারি। প্রযুক্তির এই যুগে তোমাদের আবিস্কারগুলো দেশকে এগিয়ে দেবে। তাই নিজেদের কাজে আত্মনিয়োগের এটাই সময়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মুহাম্মদ মাহফুজ হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।