জুমবাংলা ডেস্ক: ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের জন্য তিন দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটি চত্বরে এর উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান আলী আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বোর্ডের চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রেজারার ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সহিদ আকতার হোসাইন প্রমুখ।
একই সময়ে সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. আমিনুল হক।
অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে যেকোনো বিষয়ে ভর্তি ফি’র ওপর ২০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থা আছে।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রতি সেমিস্টারে অ্যাডমিশন ফেয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্মকর্তা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।