জুমবাংলা ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আজ থেকে শুরু হচ্ছে ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম-এর ৪র্থ সাধারণ অধিবেশন। চলবে আগামীকাল (২৬ আগস্ট) পর্যন্ত।
বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ টায় অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বক্তব্য রাখবেন। আইসিওয়াইএফ-এর সভাপতি তাহা আয়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি)-এর মহাসচিব ড. ইউসেফ আল-ওথাইমিনসহ বিভিন্ন দেশের মন্ত্রীগণ বক্তব্য রাখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।