জুমবাংলা ডেস্ক : ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো শুরু হলো ইস্পাহানি নিবেদিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪’।
দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের জনপ্রিয়তাকে সারা দেশে ও তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে গতবারের মত এবারও ফরিদপুরের চর ভদ্রাসনের চরসুলতানপুরে আয়োজিত এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপ।
শুক্রবার (২৫ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনোয়ারা হামিদা-চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. মোহাম্মদ মোহসীন বেগ।
অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগ। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক এস. এম. তারিকুল ইসলাম এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ইস্পাহানি নিবেদিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- যশোর এর শামস উল হুদা একাডেমি, কুষ্টিয়া জেলা ফুটবল দল, ফরিদপুর জেলা ফুটবল দল, গোপালগঞ্জ জেলা ফুটবল দল, মাগুরা জেলা ফুটবল দল, রাজবাড়ী জেলা ফুটবল দল, মাদারীপুর জেলা ফুটবল দল ও ঝিনাইদহ জেলা ফুটবল দল। এছাড়া টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য ৮জন সামাজিক ও ক্রীড়া ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। ইস্পাহানি নিয়মিতভাবে সারাদেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে। এছাড়াও ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।