ইয়াশের সঙ্গে রেস্টুরেন্টে যা করতে গেলেন পড়শী

পড়শী

বিনোদন ডেস্ক: সাবরিনা পড়শীর পরিচিতি সংগীতশিল্পী হলেও ২০১৬ সালে ‘মেন্টাল’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি। কয়েক বছর পর ২০২২ সালে নাটকেও দেখা যায় এই তরুণী সংগীত তারকাকে।

গত দুই ঈদে তিনি অভিনয় করেছেন ‘মারিয়া ওয়ান পিস’ ও ‘শাদি মোবারক’ শিরোনামের নাটকে। এগুলোতে তার কাজ প্রশংসিতও হয়েছে।

পড়শী এবার অভিনয় করলেন ‘এখানে প্রেম শেখানো হয়’ শিরোনামের একটি নাটকে। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় সিনেমা ‘পরাণ’-এর অভিনেতা ইয়াশ রোহান। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু।
পড়শী
গতকাল (১১ সেপ্টেম্বর) উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে আর ইয়াশ হচ্ছেন রিমন।

এক রেস্টুরেন্টে বন্ধু রিমনের সঙ্গে খেতে বসেছেন সুস্মিতা। কথায় কথায় তার হাত ধরেন রিমন। সুস্মিতা দ্রুত গুগলে টাইপ করেন- রেস্টুরেন্টে কেউ হাত ধরলে কী করতে হয়! টিপস হিসেবে পান- থাপ্পড়! যথারীতি বন্ধু রিমনের গালে কশে থাপ্পড় মেরে দিলেন! যার ফলে অনেক বিপাকেও পড়তে হয় তাকে। এমনই গল্প নিয়ে সাজানো হয়েছি নাটকটি।

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘এই চিত্রনাট্যটা আমি অনেক আনন্দ নিয়ে তৈরি করেছি। কারণ, এই গল্পের মাধ্যমে বর্তমান প্রজন্মের বড় একটি অংশের বাস্তব পরিস্থিতি উঠে আসবে। গুগল আর সোশ্যাল মিডিয়া আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাস থাকছে এতে।’

পড়শীর অভিনয় প্রসঙ্গে নির্মাতা বাবু বলেন, ‘ওর সঙ্গে এমনিতেই একটা ভালো বন্ডিং হয়ে গেছে আমার। এর বাইরে ও গানে যেমন ট্যালেন্ট, অভিনয়েও তাই। তারচেয়ে বড় কথা অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর ইয়াশ রোহান সম্পর্কে তো সবাই জানেন। মোট মিলিয়ে আমরা কাজটি আরাম করেই করছি।’

ছেলের জন্য যা করছেন পরীমনি, জানালেন নিজেই