আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার ফলে সৃষ্ট ভয়ানক পরিস্থিতির ব্যাপারে হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। খবর স্কাই নিউজ’র।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার জন নিকোলাস বোস দেশটির চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, গত পাচ বছর ধরে চলা যুদ্ধে দেশটির ৫০ ভাগ স্বাস্থ্য ও চিকিৎসা কাঠামো ধ্বংস হয়ে গেছে। এখন দেশটিতে নতুন করে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার কারণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।
বোস বলেন, ইয়েমেনি জনগণ এরইমধ্যে নানা ধরনের রোগ যেমন ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া এবং কলেরায় মারা যাচ্ছে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে প্রায় ৫০০ লোক মৃত্যুবরণ করেছেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।