সুইজারল্যান্ডের সহায়তায় আমচাষী ও কাস্টোমারদের একই ই-কমার্স প্ল্যাটফর্ম এ যুক্ত করতে সাহায্য করছে সুইসকন্টাক্ট। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এর চাষীরা ই-কমার্স সেকশনে যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।
কাস্টোমাররা অর্থ পাঠাচ্ছেন মোবাইল ই-ওয়ালেট সিস্টেমের মাধ্যমে বা সরাসরি পণ্য পাওয়ার পর ক্যাশ টাকা দিচ্ছে। এতে আমচাষীদের পাশাপাশি ক্রেতারাও উপকৃত হচ্ছে। চাপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম এখন ভৌগলিক নির্দেশক পণ্য বা GI পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে। চাপাইনবাবগঞ্জের আম সারা দেশজুড়েই বিখ্যাত ও মানুষ অনেক পছন্দ করে।
চাপাইনবাবগঞ্জের মধ্যে শিবগঞ্জেই সবথেকে বেশি আম উৎপাদিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানুষের চাহিদা পূরণে সামনে তাদের ফজলি আমও GI পণ্য হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে। চাপাইনবাবগঞ্জে ক্ষীরশাপাতি ও ফজলি আম উৎপাদনে ঐ এলাকার পানি, মাটির গুণাগুণ ও পরিবেশের বিশেষ ভূমিকা থাকে বলেই GI পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা অর্জন করছে।
ই-কমার্স সেকশন উন্নত করার জন্য বাংলাদেশ সরকার অর্থায়ন করেছে। শিবগঞ্জ পৌরসভা ও কো-প্রডিউসার লিমিটেড এ প্রকল্পে কাজ করছে। এই ই-কমার্স প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে আমকিনি।
আমকিনির মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে অর্ডার আসছে ও সময়মতো আম কাস্টোমারদের নিকট পৌছে দেওয়া হচ্ছে। মানসম্মত আম ক্রেতাদের নিকট পৌছে দিতে বদ্ধপরিকর স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন ব্যবসায়ী ও সুপারশপও এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। প্রকল্পের সাথে যুক্ত সবাই আশাবাদী যে, আমকিনি ভবিষ্যৎ এ আরও বড় পরিসরে কাজ করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।