ল্যাপটপ এবং ডিসপ্লের ক্ষেত্রে নতুন ইনোভেশন নিয়ে এসেছে লন্ডন ভিত্তিক টেক কোম্পানি প্যান্টাফর্ম। পৃথিবী প্রতিনিয়ত ই-বর্জ্যের শিকার হচ্ছে এবং এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। প্যান্টাফর্ম এর এই নতুন উদ্ভাবন দুনিয়াকে ই-বর্জ্যের হুমকির হাত থেকে রক্ষা করতে পারবে।
আসলে প্যান্টাফর্ম একটি নতুন ‘অ্যাবাকাস কম্পিউটার’ প্রস্তুত করতে পেরেছে। যেটা দেখতে আসলে পুরোপুরি কি-বোর্ডের মতো এবং ডানদিকে ডিসপ্লে রয়েছে। এটি ল্যাপটপের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারবেন।
ডিভাইসটিতে ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ এর ফিচার রয়েছে। এই ডিভাইসের একটি দারুণ সুবিধা হচ্ছে গুরুত্বপূর্ণ মডিউল রিমুভ করা যায়।
এ অ্যাবাকাস কম্পিউটার এ উইন্ডোজ টেন ইন্সটল করা রয়েছে এবং এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এতটা পাওয়ারফুল না হলেও এটি মোটামুটি সব ধরনের কাজই করতে সক্ষম।
দুনিয়ায় মানুষ নানা কাজে ডিসপ্লে ব্যবহার করে। স্মার্ট টিভি, গেমিং মনিটর, ট্যাবলেট স্ক্রিন সহ বাসায়-অফিসে সব জায়গায় ডিসপ্লে ব্যবহার করা হয়। এ ডিভাইস একটা সময় নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে তৈরি হয় ই-বর্জ্য যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
এ অ্যাবাকাস কম্পিউটারের সুবিধা হচ্ছে আপনি এই একটি ডিসপ্লে দিয়ে ঘরের মধ্যে এবং অফিসে সব জায়গায় কাজ সাড়তে পারবেন। এর ফলে আপনাকে একাধিক ডিসপ্লে ব্যবহার করতে হচ্ছে না।
পাশাপাশি বড় সাইজের স্মার্ট টিভি এবং গেমিং মনিটর সব জায়গায় বহন করা সম্ভব নয়। কিন্তু এই ছোট অ্যাবাকাস কম্পিউটার আপনি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন। মূলত এ ধারণা থেকেই প্যান্টাফর্ম কোম্পানি নতুন ইনোভেশন সবার সামনে নিয়ে এসেছে।
সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই পোর্টেবল কম্পিউটার পুরোপুরি রিসাইকেল পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। ই-বর্জ্যের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য লন্ডন ভিত্তিক টেক কোম্পানি প্যান্টাফর্ম আরও বড় পরিসরে কাজ করতে প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।