জুমবাংলা ডেস্ক : দেশের তরুণ প্রজন্মের সুরক্ষায় ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তামাক বিরোধী জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনস্বাস্থ্য উন্নয়নে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় দেশে তামাক ব্যবহার কমিয়ে আনার কাজ এগিয়ে চললেও এ ক্ষেত্রে নতুন ঝুঁকি ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা ই-সিগারেট। স্কুল কলেজের কিশোর ও তরুণদের মধ্যে এই ক্ষতিকর পণ্যটির ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বের ৩২টি দেশ ইতিমধ্যে ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছে। জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে বাংলাদেশেও এটি নিষিদ্ধ করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ই-সিগারেট আমদানি নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে। কিন্তু কৌশলে তামাক কোম্পানিগুলো এটিকে আধুনিকতার প্রতীক হিসেবে প্রচার করে সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেটের বাজার সম্প্রসারণের চেষ্টা করছে।
বর্তমান প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিতে ই-সিগারেট ও সংশ্লিষ্ট পণ্যগুলোর আমদানি নিষিদ্ধ ও জাতীয় রাজস্ব বোর্ডের পণ্যের তালিকা থেকে এই পণ্যগুলোর এইচএস কোড প্রত্যাহার করা প্রয়োজন।
আরো পড়ুন
বিবৃতিতে আরো বলা হয়, ই-সিগারেট আসক্তি তৈরি করে। তামাকের বিকল্প বা তামাক ছাড়ার উপায় হিসেবে প্রচার করা হলেও বাস্তবে ই-সিগারেট নতুন ধরনের নেশা তৈরির মাধ্যম। প্রকৃতপক্ষে এই পণ্য ফুসফুস, হার্ট ও স্নায়ুতন্ত্রের দীর্ঘমেয়াদি ক্ষতি করে।
বর্তমানে ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশের কম হলেও কিশোর ও তরুণদের মধ্যে এর আসক্তি ও জনপ্রিয়তা খুব দ্রুত বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করে দেশে তামাকের মতো বহুমাত্রিক ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণে সরকারের রীতিমতো পরিকল্পনা গ্রহণ, দীর্ঘ সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এমতাবস্থায় দেশে নতুন আরেকটি ক্ষতিকর পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। ভবিষ্যতে দেশের স্বাস্থ্য ও অর্থনীতির উপর তৈরি হবে বাড়তি চাপ। তাই বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।