ই-সিমযুক্ত স্মার্টফোন ব্যবহারে আগ্রহী ভোক্তারা

ই-সিমযুক্ত স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন বা সেলফোন ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই তাদের প্লাস্টিক সিম ত্যাগ করতে চায়। ৮১ শতাংশ ব্যবহারকারী ভবিষ্যতে শুধু ই-সিমযুক্ত স্মার্টফোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। বিপরীতে মাত্র ১৯ শতাংশ এ পরিবর্তন গ্রহণে অনাগ্রহী। অ্যামডকস পরিচালিত এক জরিপ সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর ইটি টেলিকম।
ই-সিমযুক্ত স্মার্টফোন
অ্যামডকসের অর্থায়নে ডাইনাটা পরিচালিত জরিপের তথ্যানুযায়ী, বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের অফারে ই-সিম যুক্ত করার বিষয়ে ৫৮ শতাংশ গ্রাহক সম্মতি দিয়েছে, যেখানে মাত্র ১৫ শতাংশ এর বিরুদ্ধে মত দিয়েছে, যার হার প্রতি চারজনের মধ্যে একজন। ই-সিম ব্যবহারে গ্রাহক যেকোনো সময়ে প্রয়োজন অনুযায়ী তাদের অপারেটর পরিবর্তন করতে পারবে। এ বিষয়ই আগ্রহ বাড়িয়েছে।

জরিপের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে অংশ নেয়া ২ হাজার ৫০০ গ্রাহকের মধ্যে ৩২ শতাংশ ই-সিমকে প্রযুক্তির অন্যতম উদ্ভাবন বলে আখ্যা দিয়েছে।

অন্যান্য সুবিধার মধ্যে প্লাস্টিকের সিম কেনার ক্ষেত্রে যে ভোগান্তিতে পড়তে হয় ই-সিমে সে সমস্যা নেই। ফলে এটি গ্রাহকদের আগ্রহের কেন্দ্রেবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ১৩ শতাংশ ব্যবহারকারী পরিপূর্ণ ডিজিটাল অভিজ্ঞতা পাওয়ার জন্য উদগ্রীব।